মা মুরগিটির ছিল ১০ টি ছানা । এক দুষ্টু শেয়াল প্রতিদিন ১ টি করে মুরগি ছানা ধরে খেত । আর মাত্র ৫ টি ছানা অবশিষ্ট আছে । মুরগিটির অনেক দুঃখ । বাকী ছানাগুলো বাঁচানোর জন্য সে খাঁচার মধ্যে বাস করা শুরু করলো । শেয়াল আর মুরগি ছানা খেতে পারলো না । ছানাগুলো বেঁচে গেল । তারা বড় হলে মা মুরগিটি তাদের নিয়ে বাহিরে এলো ।এখন তারা মনের সুখে খেলা করতে পারে । শেয়াল আর তাদের ধরতে পারেনা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস